সকলের হাত পরিচ্ছন্ন থাক এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২ টায়। সিরাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর আয়োজনে, বিদ্যালয়ে জাতীয় স্যানিটেশন মাস (অক্টোবর) ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯ উপলক্ষে হাত ধোয়া কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোমলমতি শিশুদের হাত ধোয়ার মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। পরে অতিথিরা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার বরিশাল সদর, মোঃ রফিকুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী প্রোগ্রামার, মীর মুঃ জাহিদুল কবির তুহিন, ১২ নং ওয়ার্ড কাউন্সিলার বিসিসি, জাকির হোসেন বুলু, বীর মুক্তিযোদ্ধা কাওছার আহম্মেদ, সাবেক কাউন্সিলার, কে, এম, শহীদুল্লাহসহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক স্কুলের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন এসময় তিনি বঙ্গবন্ধু কনারের শুভ উদ্বোধন করেন।
(Visited ১ times, ১ visits today)