বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশালসহ দক্ষিণাঞ্চলে প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি গ্লোবাল ইউনিভার্সির বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় গ্লোবাল ইউনিভার্সির অস্থায়ী ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুনর রশিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইউজিসি চেয়ারম্যান বলেন, গ্লোবাল ইউনিভার্সিটি বরিশালে প্রথম সফল বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য এটি হবে আদর্শ প্রতিষ্ঠান। কাছাকাছি এমন একটি মানসম্মত প্রতিষ্ঠান পাওয়ায় উন্নত হবে দক্ষিণাঞ্চলের শিক্ষার মান।
গ্লোবাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাড. সৈয়দা আর্য্য মান বানু নার্গিসের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গ্লোবাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, ট্রেজারার প্রফেসর তপন কুমার বল, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আমিনুল ইসলাম খান প্রমুখ।