আজ ২৯ আগস্ট দুপুর ১০ টায় বগুড়া রোডস্ত এলাকায় কবি জীবনানন্দ দাস স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্মানিত ট্রাস্টি হিন্দুধমীয় কল্যাণ ট্রাস্ট, বিপুল বিহীরী হালদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম বরিশাল, দেবাশীষ দাস, আঞ্চলিক কর্মকর্তা এস আর এস সি পি এস কার্ষক্রম বরিশাল, শ্রীমতী চম্পা সেন, সম্পাদক, মহানগর পূজা উদযাপন পরিষদ, শ্রী মানিক মুখার্জি, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সদস্য, শ্রী অমল দাস শিবু, সাধারণ সম্পাদক পুরোহিত কল্যাণ সমিতি, শ্রী শ্যামল কৃষ্ণ চক্রবর্তী, সহ বিভিন্ন উপজেলা থেকে অাগত বরিশাল জেলা কার্যালয়ের আওতাধীন শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভায় অতিথিরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষে প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।