বরিশালের মেহেন্দিগঞ্জে খেয়া পাড়াপাড়কে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালাম দেওয়ানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এতে বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে ও ১৬ জন আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
ইউপি সদস্য লাল মিয়া জানান, দুপুরে যথাসময়ে খেয়া না পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাম দেওয়ানের ভাই খোরশেদ দেওয়ান খেয়ার মাঝি সোহেলকে গালাগালি করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরই জের ধরে সন্ধ্যা ৬টার সময় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সালাম দেওয়ান, বাচ্চু দেওয়ান ও খোরশেদ দেওয়ানের নেতৃত্বে ১০০/১৫০ জনের কথিত সন্ত্রাসীরা ৩নং ওয়ার্ড মাঝের চর গ্রামে এসে খেয়া পাড়াপাড়ের মাঝির উপর এলোপাথাড়ি হামলা চালায়।
এসময় এলাকাবাসী প্রতিবাদ করলে কথিত সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে গ্রামবাসীর উপরেও হামলা চালায়। এতে রাব্বানা (৪৫), সবুজ বেপারী (৫০), আরজু (৩০), রাসেল (২৬), সজীব (২২), সোহেল (২০), শাহজাহান হাওলাদার (৮০), হাচান (১৫), সুমন হোসেন (২৭) সহ ১৬ জন গুরুতর জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান আহতদের পরিবার।