এবার বিশুদ্ধ বাতাস বোতলে ভরে বিক্রি করা হচ্ছে। এক বোতল বাতাসের দাম পড়বে প্রায় ১৩ হাজার টাকা। সুইৎজারল্যান্ডের আল্পস পর্বতের বাতাস বিক্রির খবর পাওয়া গেছে।
‘মাউন্টেন এয়ার’ নামে এক স্যুইস কম্পানির পক্ষ থেকে এমনই বিজ্ঞাপন দেয়া হয়েছে। নিজেদের ওয়েবসাইটে বিশুদ্ধ বাতাস বিক্রির বিজ্ঞাপন দিয়েছে তারা। ভিডিও-র মাধ্যমে জানানো হয়েছে এ বিষয়ে। এক বোতল আল্পস পর্বতের পাহাড়ি বাতাসের দাম ১৬৭ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ১৩ হাজার টাকা।
শুধু তাই নয়, সুইৎজারল্যান্ডের যে এলাকার বাতাস, GPS প্রযুক্তির মাধ্যমে তার তথ্য দেয়া থাকবে বোতলে। বিশ্বের বিভিন্ন অংশে বাতাস রফতানী করে এই ‘মাউন্টেন এয়ার’।
(Visited ২ times, ১ visits today)