রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
এখন শ্রীলঙ্কা সফরে আছে বাংলাদেশ ক্রিকেট দল ।।সফরে বাংলাদেশ দল টেষ্ট,, ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে।।নিচে বাংলাদেশ সময় অনুসারে সফরের পূর্নাজ্ঞ সময়সূচি দেওয়া হল।।
টেস্ট সিরিজের সময়সূচিঃ
প্রথম টেস্ট ৭-১১ মার্চ গল সকাল ১০.৩০ টা।।
দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ পি.সারা ওভাল সকাল ১০.৩০ টা।।
ওয়ানডে সিরিজের সময়সূচিঃ
প্রথম ওয়ানডে ২৫ মার্চ হাম্বানটোটা বিকেল ৩ টা।।
দ্বিতীয় ওয়ানডে ২৯ মার্চ ডাম্বুলা বিকেল ৩ টা।।
তৃৃতীয় ওয়ানডে ১ এপ্রিল ডাম্বুলা সকাল ১০ টা।।
টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি :
প্রথম টি-টোয়েন্টি ৪ এপ্রিল কলম্বো সন্ধ্যা ৭.৩০ টা।।
দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ এপ্রিল কলম্বো সন্ধ্যা ৭.৩০ টা।।
(Visited ১২ times, ১ visits today)