বুধবার (১৭ জুলাই) বেলা ১ টায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে এ ফলাফল ঘোষনা করা হয়।
এময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম জানান, এ বছর পাসের হার ৭০.৬৫ যা গত বছরে ছিলো ৭০.৫৫।
এ বছর মোট ৩ শত ৩০ কলেজের ১ শত ১৮ টি সেন্টারে ৬৩ হাজার ৫৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে।
মোট পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৪ হাজার ৮৮৭ জন। যারমধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৮ জন এবং মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ৬২৯ জন।
এবারে ঘোষিত ফলাফল অনুযায়ী মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২০১ জন। যারমধ্যে বিজ্ঞান বিভাগে ৪৩৫, মানবিক বিভাগে ২৮০ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ জন রয়েছে।
(Visited ১ times, ১ visits today)