আজ ১৭ জুলাই সকাল ১১ টায়। সিভিল সার্জন অফিস বরিশাল এর আয়োজনে। হোটেল গ্রান্ডপার্ক এর সম্মেলন কক্ষে। ইমপ্রুভিং কমিউনিটি হেলথ ওয়ার্কারস প্রকল্প বিষয়ে কমিউনিটি স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা বিষয়ক অভিজ্ঞতা ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্বাস্থ্য বরিশাল বিভাগ বরিশাল, ডঃ আবদুর রহীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন বরিশাল, ডঃ মোঃ মনোয়ার হোসেন, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল, ডাঃ মোঃ জসিম উদ্দিন, বিভাগীয় প্রধান ইউনিসেফ বরিশাল, এইচ তৌফিক আহমেদ, ম্যানেজার ডিএলএল, ডঃ মোঃ সোহেল রানাসহ বরিশাল জেলার বিভিন্ন উপজেলার নির্বাহি অফিসার, চেয়ারম্যান বৃন্দরা, কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এর প্রতিনিধিরা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি বৃন্দরা কমিউনিটি স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা বিষয়ক বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, সেখানে আগত বিভিন্ন অতিথিবৃন্দরা কমিউনিটি স্বাস্থ্য সেবায় ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততা বিষয় নিয়ে তাদের নিজস্ব মতামত অভিজ্ঞতা ব্যক্ত করেন।
(Visited ১ times, ১ visits today)