মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য বিষয় হচ্ছে মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি আজ ১৭ জুলাই সকাল ১০ টায়। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল, কৃষিবিদ মোঃ আবু সাইদ।
আরো উপস্থিত ছিলেন সিনিয়র জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল সদর বরিশাল, সঞ্জীব সন্নামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বরিশাল, বিমল চন্দ্র দাস, উপসহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর বরিশাল, নির্ঝর আক্তার, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল, মোঃ হোসেন চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতেই ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সকলের মাঝে জাতীয় মৎস্য সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
বরিশাল অঞ্চলের বিস্তীর্ণ জলরাশি মৎস্য সম্পদের এক বিশাল ভান্ডার এ অঞ্চলের নদ-নদী আমাদের জাতীয় মাসে যেমন সমৃদ্ধ তেমনি রয়েছে স্বাদু পানির অন্যান্য মাছের এক বিশাল সমারোহ বরিশাল জেলার আয়তন ৩,১৭১,৯৬ বর্গ কিলোমিটার, জনসংখ্যা ২৩,২৫,৪৫০ জন, মৎস্য চাষী ৪৪,৪২৩ জন এবং মৎস্যজীবী ৭৪,৫৭৯ জন। জনপ্রতি মাছের দৈনিক চাহিদা ৬০ গ্রাম হিসেবে বরিশাল জেলায় মাছের মোট চাহিদা ৫০,৯২৭,৩৫৫ মেট্রিক টন, ২০১৮-১৯ সালে মাছের মোট উৎপাদন ৯১,৮২৭,৩৩ মেট্রিক টন, ইলিশের উৎপাদন ৩৭,৮০৬,২৯৮ মেট্রিক টন ও অন্যান্য মাছের উৎপাদন ৫৪,০২১,০৩২ মেট্টিক টন। মাছ উদ্বৃত্ত রয়েছে ৪০,৮৯৯,৯৭৫ মেট্রিক টন। ৭দিন ব্যাপি মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহিদ ফারুক শামীম (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়, বিশেষ অতিথি থাকবেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল, জাকারিয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল বিভাগ বরিশাল, ড.মোঃ অলিয়ুর রহমান, উপ-পরিচালক মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগ বরিশাল, আলহাজ্ব মোঃ সাইদুর রহমান রিন্টু, চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল সদর বরিশাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস, এম, অজিয়র রহমান, জেলা প্রশাসক বরিশাল।
১৮ জুলাই সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলে গিয়ে শেষ হবে পরে সেখানে মৎস্য সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা, মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন ডিসি লেকে মাছের পোনা অবমুক্তকরা হবে। ১৯ জুলাই সকাল ৯ টায় মৎস্য ভবন বরিশালের সম্মেলন কক্ষে। মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা প্রামাণ্যচিত্র প্রদর্শন ও তিন দিনব্যাপী মৎস্য মেলার আয়োজন। ২০ জুলাই সকাল ১০ টায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বাজার ও কীর্তনখোলা নদীতে অভিযান পরিচালনা করা। মাছে ফরমালিন ব্যবহার বিরোধী অভিযান এবং মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন জোরদার করণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনা।
২১ জুলাই সকাল ২০ টায় হালিমা খাতুন বালিকা বিদ্যালয়ে। স্কুল-কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২২ জুলাই বিকাল ৫ টায় চৌমাথা বাজারে হাট-বাজার এবং জনবহুল স্থানে মৎস্য চাষ ভিত্তিক উদ্বুদ্ধকরণ বিষয়ক ভিডিও ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। ২৩ জুলাই সকাল ১০ টায় প্রশিক্ষণ কেন্দ্র মৎস্য বীজ উৎপাদন২ খামার কাশিপুর বরিশাল এর সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর মূল্যায়ন সভা ও সমাপনী অনুষ্ঠান। পরে সাংবাদিক সম্মেলনে অতিথিরা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
(Visited ১ times, ১ visits today)