আজ ১৫ জুলাই সোমবার সকাল ১০ টায়। বিভাগীয় দক্ষতা উন্নয়ন পরামর্শক কমিটি বরিশাল বিভাগের আয়োজনে। বিশ্ব যুব দক্ষতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অশ্বিনী কুমার হল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ বরিশালে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল, জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, রুহুল আমিন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট এর কর্মকর্তারা, ব্রাক এর জেলা সমন্বয়কারী, রিপন চন্দ্র বিশ্বাসসহ বরিশাল বিভাগের সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে সকলের অংশগ্রহণে সার্কিট হাউজে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের গুরুত্ব তুলে ধরে অতিথি বৃন্দরা সকলের উদ্দেশ্যে কথা বলেন।
(Visited ২ times, ১ visits today)