ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৪ জুলাই) দুপুরে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন- উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মামুন হাসান ও তার স্ত্রী লাইজু বেগম।
বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাইমিনুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসানের বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় তার খাটের তোষকের নিচ থেকে ৫২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাদের আটক করা হয়।
তিনি জানান, মামুন দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রির সঙ্গে জড়িত। মামুন পক্ষিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত আলী আকবরের ছেলে।
(Visited ১ times, ১ visits today)