বরিশালের গৌরনদী থেকে অপহরণের চারদিন পর এক মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুলাই) দুপুরে ওই মাদরাসা ছাত্রীর বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, উপজেলার হোসনাবাদ আলীম মাদরাসার ছাত্রী আয়েশাকে (ছদ্মনাম) (১৪) গত ৮ জুলাই কৌশলে অপহরণ করে ধানডোবা গ্রামের আকাশ সরদার (১৯)। এ ঘটনায় ওই মাদরাসা ছাত্রীর বাবা শুক্রবার থানায় মামলা করেছেন।
মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) সগীর হোসেন অভিযান চালিয়ে ধানডোবা এলাকা থেকে আয়েশাকে উদ্ধার করে। অপহরণকারী ও তার সহযোগী কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
(Visited ১ times, ১ visits today)