পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের গেড়াখালী এলাকায় চোর সন্দেহে এলাকাবাসীর দাদন মিনা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বাড়ি মাদারীপুর জেলার শিবচরে।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুত্বর আহত অবস্থায় দাদান মিনাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়। উদ্ধারের পর তার কাছ থেকে পাওয়া তথ্যে তার বাড়ির লোকজনের সাথে আলাপ করে পুলিশ জানতে পারে দাদন মিনা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
দাদনের পরিবার সূত্রে পুলিশ আরও জানায়, দাদন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পথ হারিয়ে হয়ত পটুয়াখালীতে চলে আসেন বলে ধারণা। গভীর রাতে সদর উপজেলার মাদারবুনিয়ার গেড়াখালী এলাকায় মানুষ তাকে দেখতে পায়। পরে এলাকাবাসীর ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে চোর সন্দেহে তাকে গণপিটুনি দেয়।
(Visited ১ times, ১ visits today)