পাকিস্তান সুপার লিগের (পিএসেএল) দ্বিতীয় আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশী তারকা তামিম-সাকিবের পেশোয়ার জালমি ও মাহমুদুল্লাহর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
মঙ্গলবার দুবাইয়ের শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মাঠে মুখোমুখি হবে পেশোয়ার-কোয়েটা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ১০টায়।
এর আগে রবিবার আসরের প্রথম পর্বের শেষ ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে জয় কুড়ায় করাচি কিংস। এতে তালিকার শীর্ষ দুইস্থান নিশ্চিত হয় পেশোয়ার-কোয়েটার। দুদলেরই সংগ্রহ সমান ৯ পয়েন্ট। তবে রান রেটে এগিয়ে তামিম-সাকিবের পেশোয়ার।
তৃতীয় ও চতুর্থ স্থানে সমান ৮ পয়েন্ট সংগ্রহ শিরোপাধারী ইসলামাবাদ ইউনাইটেড ও করাচি কিংসের। পাঁচ দলের আসরের প্রথম পর্ব থেকেই বিদায় নিয়েছে লাহোর কালান্দারস।
তাই প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার মুখোমুখি হবে পেশোয়ার-কোয়েটা। এই ম্যাচের বিজয়ী দল পৌঁছে যাবে ফাইনালে। তবে আরেকটি সুযোগ থাকবে পরাজিত দলের।
আসরের এলিমিনেটর ম্যাচে ইসলামাবাদ-করাচির লড়াইয়ের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে তারা। আগামী ৫ মার্চ লাহোরে এবারের টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।