জাকারিয়া আলম দিপুঃ গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি)- এর আইন বিভাগের শিক্ষার্থীর আয়োজনে বরিশাল নগরীর নথুল্লাবাদে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
মঙ্গলবার বেলা ১২ টায় গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) সামনে মানববন্ধনটি শুরু হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর একে, এম এনায়েত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন আইন অনুষদের বিভাগীয় প্রধান ধ্রুবব্রত দাস, ,ইংরেজী অনুষদের বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ ইমামুল ইসলাম, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভাগীয় প্রধান মোঃ জিয়াউল আলম,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের বিভাগীয় প্রধান রেজয়ানা ইসলাম, ,ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন অনুষদের বিভাগীয় প্রধান মোঃ নজরুল ইসলাম,লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান অনুষদের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম ও সহকারী পরিক্ষা নিয়ন্ত্রক মনজুর মোরশেদ সহ গ্লোবাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে নারী ও শিশু ধর্ষন এবং সহিংসতার বিরুদ্ধে রুখে দাড়ানো ও শাস্তির দাবী জানানো হয়।
শিক্ষার্থীরা মনে করেন ধর্ষণের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ায় এই অপরাধ মহামারী আকার ধারণ করেছে। ধর্ষককে সঠিক বিচারের আওতায় আনার মাধ্যমেই নারী ও শিশু ধর্ষণের মতো অন্যায় প্রতিরোধ করা সম্ভব।