রবিবার , ৭ জুলাই ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে এতিম শিশুদের পাশে জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ৭, ২০১৯ ১২:০৫ পূর্বাহ্ণ

আজ ৬ জুলাই বিকাল ৫ টায় জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান তিনি, নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর গুচ্ছগ্রামে অবস্থিত রহমানিয়া কিরাতুল কোরআন হাফেজিয়া মাদ্রাসার এতিমখানায় গিয়ে এতিম শিশুদের সার্বিক খোঁজ-খবর নেন। এসময় এতিমখানায় ২ টন চাল নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদানের পাশাপাশি ৬ মাসের আহার্য দেয়ায় প্রতি স্রুতি দেন।

এছাড়াও হাফেজিয়া মাদ্রাসার সমাজসেবার রেজিষ্ট্রেশন করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর, উর্মি ভৌমিক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, এস এম রবিন শীষ, সুব্রত বিশ্বাস দাস, মোঃ সাইফুল ইসলাম, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয়, সাজ্জাদ পারভেজ এবং মাদ্রাসার পরিচালক মোঃ নুরুল ইসলাম ফিরোজী।।

অনুদান পেয়ে মাদ্রাসার এতিম শিশুদের মুখে হাসি ফুটে উঠেছে। সূত্রমতে, ১ বছর আগেও একটি ভাড়া বাড়িতে ছিল এই এতিমখানা ও মাদ্রাসাটি। জেলা পরিষদের মাধ্যমে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। সেই অনুদান দিয়ে জমি ক্রয়, চারতলা ভিত্তির ওপর ১ তলা ভবনসহ অন্যান্য স্থাপনার কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে প্লাস্টারের কাজ। এ দিকে অনুদানকৃত টাকা শেষ হয়ে যাওয়ায় বর্তমানে চরম অর্থ সঙ্কটে ভুগছে মাদ্রাসা কর্তৃপক্ষ। তার ওপর মরার ওপর খরার ঘায়ের মতো রয়েছে পানি ও বিদ্যুৎ সমস্যা। শুধু তাই নয় বর্তমানে অর্থের অভাবে না খেয়ে জীবন-যাপন করছে শতাধিক এতিম শিশু। গত এক সপ্তাহ ধরে মাদ্রাসায় চাল-ডাল না থাকায় দুপুরে মুড়ি খেয়ে বেচেঁ আছে এতিমরা। অন্য দিকে মাদ্রাসার কাজ বন্ধ। মাদ্রাসার পরিচালক টাকার চিন্তায় হতাশ হয়ে পড়ছে। এতিমদের চোখে কাঁন্না ঝড়ে। চলছে আর্থিক সংকটে এতিমদের জীবন।

(Visited ৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি