তোমার হাতের লেখায় রাঙাব আমাদের কাগজ, সাংবাদিকতায় তোমাকে স্বগত এই স্লোগান নিয়ে আজ ৫ জুলাই বিকাল ৫ টায় দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকার আয়োজনে। শহীদ আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশালে এর হল রুমে ২ দিন ব্যাপি সাংবাদিকতা বিষয়ে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, পানিসম্পত মন্ত্রণালয়, অবসর প্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, সাধারণ সম্পাদক আবদুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল, এস এম জাকির হোসেন, ডেপুটি চিফ রিপোর্টার কালের কন্ঠ ঢাকা, তৌফিক মারুফ, ভারের আলোর উপদেষ্টা সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম, সম্পাদক দৈনিক বরিশাল ভোরের আলো, সাইফুর রহমান মিরনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত ৪০ জন প্রশিক্ষণার্থী তরুণ সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে অতিথি বৃন্দরা সাংবাদিকতার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে অতিথিরা কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।
(Visited ১ times, ১ visits today)