আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ধারা পরিবর্তনের কারণে এখন আর হরতাল পালিত হয় না। তাই সাধারণ জনগণ এখন হরতাল চায় না, দেশের উন্নয় চায়।’মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।নাসিম বলেন, রাজনীতি এখন পরিবর্তন হয়েছে। তাই হরতাল ডাকলেই হরতাল হবে এই সংস্কৃতি এখন বাংলাদেশে আর নেই। আর যারা হরতাল ডাকে তারাও বোঝে হরতাল হবে না।
তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আবেগ দিয়ে রাজনীতি হয় না। আজ মানুষ বুঝে গেছে একটি দলকে যদি ধারাবাহিকভাবে ক্ষমতায় না রাখা যায় তাহলে দেশের উন্নয়ন হবে না।সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন হবে উল্লেখ করে নাসিম বলেন, আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা। আমরা সংবিধানের বাইরে যেতে পারবো না। নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে অনেকে অনেক ফরমুলা দিচ্ছেন। ফরমুল দিয়ে কোনো লাভ হবে না।সভায় নৌমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চোখ নষ্ট হয়ে গেছে। তাই তিনি দেশের উন্নয়ন ও সরকারের কোনো ভাল কাজ দেখতে পান না।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।