শিক্ষা জাতির মেরুদন্ড শিক্ষা ছড়াবে দেশের আলো আজ ০১ জুলাই সকাল ১০ টায় অমৃত লাল দে মহাবিদ্যালয় এর আয়োজনে। কলেজ মিলনায়তনে, অমৃত লাল দে কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের অরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল, প্রফেসর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদস্য পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয়, রাখাল চন্দ্র দে, সদস্য পরিচালনা পরিষদ অমৃত লাল দে মহাবিদ্যালয়, বিজয় কৃষ্ণ দে, আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ অমৃত লাল দে মহাবিদ্যালয়, সুভাষ চন্দ্র পালসহ শিক্ষক শিক্ষার্থী ও তাদের অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেয়া হয়। বরন শেষে অতিথি বৃন্দা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
(Visited ১৩ times, ১ visits today)