বরিশাল সাংবাদিক ইউনিয়ন (বিইউজে) কার্যালয় পরিদর্শন ও ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
গতকাল শনিবার দুপুরে তিনি বিইউজের অশ্বিনী কুমার টাউন হলের কার্যালয় পরিদর্শন করেন। এসময় বিইউজের সভাপতি পুলক চ্যাটার্জি, সাধারন সম্পাদক স্বপন খন্দকার, নির্বাহী সদস্য সুশান্ত ঘোষ, নজরুল বিশ্বাস, মিথুন সাহা, সভাপতি আলী জসীম অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর কবির নানক বিইউজের সার্বিক কর্মকান্ডের খোঁজ খবর-নেন একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে বিইউজের কর্মকান্ডে সহায়তার আশ্বাস দেন।
তার সাথে এ সময় ছিলেন আওয়ামীলীগ নেতা আনিছুর রহমান দুলাল, যুবলীগ নেতা শাহিন সিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে সম্মানিত অতিথিকে বরিশাল সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারক উপহার তুলে দেয়া হয়।
(Visited ১ times, ১ visits today)