বরিশাল মহানগরীতে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১০ মার্চ শুরু হবে। বরিশাল চেম্বার আব কমার্সের আয়োজনে বান্দ রোডের মেরিন ওয়ার্কশপ মাঠে মেলাটি অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে মেলার মাঠের অবকাঠামো উন্নয়ন ও স্টল নির্মাণের কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।
আয়োজক সূত্র জানায়, এবারের মেলায় মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের হরেক ধরনের পণ্যসামগ্রী বিক্রি হবে। থাকছে খেলনা ট্রেন, নাগর দোলাসহ বিনোদনের নানান ব্যবস্থা।
চেম্বার আব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, এবারের মেলায় ৮৫টি স্টলের বরাদ্দ দেয়া হয়েছে। ইতোমধ্যে মেলার মাঠে স্টল নির্মাণসহ সার্বিক কর্মকাণ্ড শুরু হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠ পরিবেশে এবারের মেলা সম্পন্ন করার লক্ষ্যে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।
মেলার সার্বিক নিরাপত্তায় পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও ক্লোজ সার্কিট ক্যমেরা স্থাপন করা হবে। এছাড়া র্যাব, পুলিশ, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে।