খেলাধুলা> রিপোর্ট :নুরে আলামিন বাপ্পী
এবার বিপিএল এর জন্য শক্ত দলই গড়েছে বরিশাল।।গত ৩ বিপিএল এর মধ্যে ২ টিতে ফাইনাল খেলে হেরেছে দলটি।।তাই সাপোটারদের এবারের চাওয়া একটু বেশিই।।দলে আছে অভিজ্ঞ শাহারিয়ার নাফিস।।লিগে দারুন খেলেছেন তিনি।।গড় রান ৫০ এর উপরে।।আছে শামসুর রহমান শুভ,,নাদিফ চৌধুরি,,দিমান ঘোষ,, মেহেদি হাসান এর মতো প্রতিভাবান ব্যাটসম্যান।।
মুসফিকুর রহিম আছে দলকে সামনে থেকে নেত্রিত্ব দেবার জন্য।।আর বিদেশিদের মধ্যে ডেভিড মালান,,জস কব আছে দারুন ফর্মে।।তবে বরিশালের বলিং সব থেকে মারাক্তক,, আছে গত বারের হ্যাট্রিক ম্যান আলামিন হোসেন।।গত বিপিএল এ কুমিল্লার হয়ে ২১ উইকেট নেয়া আবু হায়দার রনি।।সাথে আছে সদ্য টেষ্টে অভিশেক হওয়া কামরুল ইসলাম রাব্বি।।স্পিনার হিসাবে আছে বাংলাদেশকে স্পিনে সামনে থেকে নেত্রিত্ব দেয়া তাইজুল ইসলাম,,তার সাথে আছেন মনির হোসেন খান।।বিদেশি খেলোয়ারদের পাল্লা আরো ভারি বরিশালের।।রায়াদ ইমরিত,,কার্লোস ব্রাথওয়েট,,দিলশান মুনাভিরা আছে অলরাউন্ডার হিসাবে,,আর তাদের সবশেষ যোগ হয়েছেন শ্রিলংকান থিসারা পেরেরা।।এর সাথে আছে পেস বোলার রোমান রেসি খান।।
সব মিলিয়ে বলা যায় বরিশাল এবার দারুন এক টিম নিয়েছে।।তাদের চ্যাম্পিয়ন হওয়ার আশা কি তাহলে এবার পূরন হবে??সব প্রশ্নের উত্তর মিলবে ৪ ডিসেম্বর।।বাপ্পী