আজ ২৩ জুন রবিবার সকাল ১০ টায়। জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, সার্কিট হাউজ বরিশালে। আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৯ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাসসহ অন্যান্য অতিথিবৃন্দরা।
পরে বর্ণাঢ্য একটি র্যালি সার্কিট হাউজ প্রাঙ্গণে থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে গিয়ে শেষ হয়। সেখানে বরিশাল বিভাগের সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা এবং বিভিন্ন অতিথি বৃন্দদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসের গুরুত্ব তুলে ধরে অতিথি বৃন্দরা সকলের উদ্দেশ্যে কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিআইজি, বরিশাল রেঞ্জ বরিশাল, মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), পুলিশ কমিশনার, বিএমপি বরিশাল, মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল, মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), সিভিল সার্জন বরিশাল, ডঃ মোঃ মনোয়ার হোসেনসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।