আজ ২৩ জুন সকাল ৭ টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে। বিভাগীয় ও জেলা ক্রীয়া সংস্থা বরিশালের ব্যবস্থাপনায়। শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে, অলিম্পিক ডে ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বরিশাল, মোঃ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস। আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা এবং বিভাগের ক্রিয়া সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য এক র্যালি শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম থেকে শুরু হয়ে, চাঁদমারি সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে এসে শেষ হয়। সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি। পরে সকলের অংশগ্রহণে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
(Visited ২ times, ১ visits today)