বরিশাল সদর নৌ-থানা পুলিশের অভিযানে ১০ লাখ চিংড়ি রেনুসহ ৫ জনকে আটক করা হয়েছে।
আজ (২৩ জুন) রবিবার বিকেল পৌনে ৫ টার দিকে দপদপিয়া সেতুর পূর্ব ঢাল থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরী গ্রামের সুজন হাওলাদার (২৫), বরিশাল এয়ারপোর্ট থানার মাধবপাশা গ্রামের শামীম, খুলনার পাইপগাছা এলাকার মফিজুল ও আজাহারুল এবং ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকার ইমরানকে আটক করা হয়।
বরিশাল সদর নৌ- থানার সেকেন্ড অফিসার (এসআই) রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া সেতুর পূর্ব ঢালে অভিযান পরিচালনা কালে ট্রাক বোঝাই অবৈধ রেনু পোনা আটক করা হয়। এসময় ট্রাকে থাকা ৫ জনকে আটক করে নৌ-পুলিশ।
বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে। সরকারী নিয়ম অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ রেনুপোনা পাচারকারী ৫ সদস্যকে ১০দিন করে কারাদন্ড দেন।