অনলাইন ডেস্ক: ভোলা সদর উপজেলায় অটোরিকশা (অটোবোরাক) চাপায় হালিমা (৮) নামের একটি শিশু নিহত হয়েছে। শুক্রবার (২১ জুন) দুপুরে ভোলা-ইলিশা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হালিমা বাপ্তা গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হালিমা ভোলা-ইলিশা সড়কে রাস্তা পার হচ্ছিল। এ সময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়।
স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ অটোরিকশা চালককে আটকের চেষ্টা করছে।
(Visited ১ times, ১ visits today)