ঢাবি প্রতিনিধিঃ ছাত্রীকে যৌন হয়রানি অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান।
২০১৬ সালের ২৭ জুন সমাজবিজ্ঞান বিভাগের দুই ছাত্রী একই বিভাগের অধ্যাপক ড. মো. সাহাদাৎ হোসেনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। পরে ২১ জুলাই বৃহস্পতিবার ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে শিক্ষক বরখাস্তের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই শিক্ষকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
(Visited ৪ times, ১ visits today)