নিউজ ডেস্ক: চলতি বছরের জুলাই থেকে সংশোধিত ভ্যাট আইন কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, দাতা সংস্থাটি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে।
সেইসাথে তিনি জানান বাস্তবায়নের আগে ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সাথে এনবিআরের আলোচনার সুপারিশগুলো তিনি দেখবেন।
অর্থমন্ত্রী বলেন, ‘এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে তা আগামী সপ্তাহেই হাতে পাবো। মোট কথায় আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হচ্ছে এ বিষয়ে আমি নিশ্চিত।’
(Visited ৩ times, ১ visits today)