আকিব মাহমুদ,বরিশালঃ বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অজ্ঞান করে এয়ারটেল কোম্পানীর জলিল নামের এক প্রতিনিধির কাছে থাকে দেড় লক্ষাধিক টাকাসহ মোবাইল ফোন ও সিম বায়োমেট্রিক ডিভাইস ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বিকেল ৪টার দিকে ছিনতাই শেষে নতুল্লাবাদ এলাকায় জলিলকে ফেলে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে বরিশালে শেবাচিমে ভর্তি করে। জলিলের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিন্হ রয়েছে। শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক জানান জলিলকে চেতনানাশক ওষুধ দেয়ার ফলে অজ্ঞান হয়ে হয়ে আছে , তার জ্ঞান ফি্রতে ১২-১৪ ঘন্টা সময় লাগতে পারে।কোতয়ালী থানা পুলিশের কাছে জানতে চাইলে জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যাবস্থা নেয়া হবে।
(Visited ৬ times, ১ visits today)