বুধবার , ১২ জুন ২০১৯ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, বাবা ছেলেসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১২, ২০১৯ ৩:৫৪ পূর্বাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের হামলার শিকার হয়েছেন পিতা মাতাসহ অন্তত ৪জন। এই হামলার ঘটনায় বাবা ছেলেসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে স্কুলছাত্রীর পক্ষ থেকে অভিযোগের পরে তাদের উপজেলার সুজনকাঠি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন- ওই গ্রামের আলতাফ মোল্লা ও তার ছেলে আশিক ওরফে লাদেন এবং জাহাঙ্গীর মোল্লার ছেলে আনিস মোল্লা ও ভাই আরিফ মোল্লা।

মঙ্গলবার সকালে তাদের বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

এই পুলিশ কর্মকর্তা বরিশালটাইমসকে জানান, উপজেলার সুজনকাঠি গ্রামের জাকির হোসেন বেপারীর মেয়ে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণির ছাত্রী শারমিন আক্তারকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্ন সময় যৌন হয়রানি করে আসছিলো একই এলাকার আলতাফ মোল্লার ছেলে আশিক ওরফে লাদেন মোল্লা।

সম্প্রতি আশিক জোরপূর্বক ওই স্কুছাত্রীর ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে। শারমিন তার পরিবারকে এ ঘটনা জানালে সোমবার বিকেলে ছাত্রীর বাবা জাকির বেপারী ও মা শাপলা বেগম আশিককে ছবি তোলার ঘটনা জিজ্ঞাসা করায় আশিক তাদের মারধর করে আহত করে। তাদেরকে মারধরে বাঁধা দিতে গেলে শারমিনের চাচি পারুল বেগম ও বেবী বেগমকেও মারধর করে আহত করে লাদেন ও তার লোকজন।

এই ঘটনায় শারমিনের চাচা আজিজ মোল্লা সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আশিক ওরফে লাদেন, তার বাবা আলতাফ মোল্লা, জাহাঙ্গীর মোল্লার ছেলে আনিস মোল্লা ও ভাই আরিফ মোল্লাকে গ্রেপ্তার করে ’

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি