রির্পোটঃজাকারিয়া আলম দিপু।
পুলিশ জনতা,জনতাই পুলিশ সকলেই আমরা কমিউনিটি পুলিশ এ স্লোগান নিয়ে যাএা শুরু করে।
দেশের শান্তি শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ বাহিনীর সেবাদান প্রক্রিয়াতে সংযুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের সেবা।পুলিশ জনগনের বন্ধু – এই চেতনায় উজ্জীবিত হয়ে জনগনের জানমালের নিরাপত্তায় পুলিশ বাহিনী বতর্মানে প্রবলভাবে গনমুখী।জনগনও এ প্রক্রিয়ায় সম্পৃক্ত হয়ে আইন শৃঙ্খলায় বাহিনীকে সহায়তা দিতে প্রস্তুত।পুলিশ ও জনগনের এ সর্ম্পকে গড়ে উঠছে শক্তিশালী কমিউনিটি পুলিশ।
বরিশাল মহানগরীতে ৩০টি ওয়ার্ডে মহানগর পুলিশ গড়ে তুলছে কমিউনিটি পুলিশের কমিটি।যার প্রতিটি কমিটিতে পুলিশ প্রশাসন এর সাথে জনগনকে সম্পৃক্ত করেছে।ফলে জনগন ও পুলিশের মধ্যে এক বন্ধন সৃষ্টি হয়েছে।আজ বরিশালে ১৩ নং ওয়ার্ডে কমিউনিটি পুলিশের এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।বিকাল ৪টায় আমতলা পানি টেংকির সম্মুখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা বলেন, জনগনকে সম্পৃক্ত হয়ে পুলিশের কাজে সহায়তা করার আহবান জানিয়েছে।তারা বলে সকলের সহযোগিতা পেলে মাদক মুক্ত হবে এ দেশ।তরুনা দেশ গড়ার কারিগড় তাদের প্রতি সজাগ থাকতে হবে।সকলকে মাদকের কুফল সর্ম্পেকে সচেতন করতে হবে।তাহলে আমরা মাদকমুক্ত দেশ গড়তে পারবো।
উক্ত সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন উপ-কমিশনার(দক্ষিন)বিএমপি মোঃগোলাম রউফ খান,শ্রী বিজয় কৃষ্ঞ দে (আহবায়ক)কমিউনিটি পুলিশিং কমিটি,মোঃআসাদুজ্জামান সিনিয়ার সহকারী পুলিশ কমিশনার,শাহ্ মোঃ আওলাদ হোসেন,(পিপিএম,অফিসার ইন-চার্জ কোতয়ালী মডেল থানা),মাহমুদুল হক খান মামুন ( সদশ্য সচিব,কমিউনিটি পুলিশের কমিটি), মেহেদী পারভেজ খান আবির(কাউন্সিলর ১৩ নং ওয়ার্ড)
সভায় সভাপতিত্ব করেন এম এ সাত্তার (সভাপতি ১৩ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের কমিটি)।
ফটোগ্যালিারীঃ