প্রথমবারের মতো এবারই কেবল দক্ষিণাঞ্চলের সর্ববৃহত চিকিৎসা সেবা কেন্দ্র বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঈদ-উল ফিতরের ছুটিতে কমেছে রোগী মৃতের সংখ্যা। এছাড়া ঈদের ছুটিতে দায়িত্বরত চিকিৎসকদের চিকিৎসা ও নার্সদের সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ভর্তিকৃত সাধারণ রোগী ও তাদের স্বজনরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে হাসপাতালে আনার আগেই দুইজনের মৃত্যুসহ বুধবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমে প্রায় পাঁচ শতাধিক রোগী ভর্তি হয়েছে। তবে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের সংস্কার কাজ চলায় ভর্তিকৃত শতাধিক রোগীকে বাহিরের ফ্লোরে রেখে চিকিৎসা সেবা হচ্ছে।
সূত্রমতে, বুধবার ঈদের দিন দুপুরে নগরীর চরবাড়িয়া এলাকা থেকে আসাদুল ইসলাম আসাদ (৩০) নামের এক যুবক বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিমে নিয়ে আসার পর দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন। একইদিন জেলার বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তাওহিদুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে শেবাচিমে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। এছাড়া ঈদেরদিন পটকা ও বাঁজি ফুটাতে গিয়ে দুই যুবকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রায় পাঁচশতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, হাসপাতালের ২২৪ জন চিকিৎসকের স্থলে ১১৮টি চিকিৎসকের পদ শুন্য রয়েছে। এবারের ঈদের ছুটিতে শতাধিকের মতো ইন্টার্ন চিকিৎসক রোগীদের চিকিৎসা সেবায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি হাসপাতালে মিডলেভেল (রেজিষ্ট্রার, সহকারী রেজিষ্ট্রার, আইএমও, আরএমওসহ বিভিন্ন পদ) চিকিৎসকের ২২৪টি পদে ১০৬জন চিকিৎসক রয়েছে। এরমধ্যে অর্ধশতাধিক মিডলেভেলের চিকিৎসক এবং ৩২০জন নার্স ঈদের ছুটিতে তাদের দায়িত্ব পালন করছেন