অনলাইন ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন হাওলাদার (৩০) নামে এক আরোহী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন হৃদয় খান (১৬) নামে এক পর্যটক।
শুক্রবার (০৭জুন) সকালে সমুদ্র সৈকতের ঝাউ বাগান পয়েন্টে এ ঘটনা ঘটে। আহত হৃদয়কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান, ঝাউ বাগান পয়েন্টে ভাঙা ব্রিজের পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক সুজন হাওলাদার (৩০) মারা যান।
এ সময় হৃদয় খান (১৬) নামে এক পর্যটক গুরুতর আহত হন। তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত সুজন কুয়াকাটা কান্দুপাড়া এলাকার বাসিন্দা হাবিব হাওলাদারের ছেলে। আহত হৃদয় কোটালিপাড়ার মিলন খানের ছেলে।
(Visited ১ times, ১ visits today)