সোমবার , ১৪ নভেম্বর ২০১৬ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জয়ের ধারা ধরে রাখলো বরিশাল বুলস।।

প্রতিবেদক
alltimeBDnews24
নভেম্বর ১৪, ২০১৬ ১০:৪০ অপরাহ্ণ

রিপোর্ট ঃ নুরে আলামিন বাপ্পী

.

.

বরিশাল বুলস এর জয় রথ কেউ থামাতে পারছে না।।প্রথম ম্যাচে ঢাকার সাথে হারলেও পরের ৩ ম্যাচ জিতে তারা আছে দারুন ছন্দে।।কুমিল্লা ও রাজশাহীর পর এবার হারালো চিটাগংকে।।শুরুতেই টস জিতে বল করার সিগ্ধান্ত নেয় মুশফিক।।কিন্তু শুরুটা তাদের ভালো হয়নি।।তামিম এবং জহিরুলের ঝড়ো ব্যাটিংয়ে অসহয় হয়ে পরে বুলস বলাররা।।একে একে ৭ জন বলার ব্যবহার করেন মুশফিক।।কিছুতেই কিছু হচ্ছিল না।।যখন প্রথম উইকেট পরে তখন চিটাগংয়ের সংগ্রহ ১৩.১ ওভারে ১১৬ রান।।তামিম আউট হয় ৭৫(৫১) করে।।এরপর আর সুবিধা করতে পারেনি চিটাগং।।পরের ৪১ বলে চিটাগং তোলে মাত্র ৪৮ রান।।জহিরুল ৩৬,, আনামুল ২৭ এবং স্মিথ ১৭ রান করেন।।জবাবে বরিশালের শুরুটা ভালো হয়নি।।শুরুতেই তারা হারায় কবকে।।চাপ সামাল দেন নাফিস এবং মালান।।তারা গড়েন ১৫০ রানের জুটি।।নাফিস ৬৫ করে আউট হলেও মালান অপারাজিত থাকেন ৭৮ রানে।।তিনি ৬ মেরেছেন ৭ টি।।তার মধ্যে স্মিথের ১৮ তম ওভারেই ৩ টি ৬ মারেন তিনি।।শেষটা করেন মুশফিক।।শেষ ওভারে বরিশালের দরকার ছিলো ৭ রান।।মুশফিক প্রথম ৪ বলে ১০ রান করলে ২ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে যায় বরিশাল।।এই জয়ে বুলসের পয়েন্ট দাড়াল ৬,,১ জয় ৩ হারে ভাইকিংসয়ের মাত্র ২ পয়েন্ট।।

 

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি