পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি গ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শাহানারা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
শাহানারা বেগম পিরোজপুর পৌরসভার খানাকুনিয়ারি গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টার দিকে শাহানারা বেগম বাড়ির সামনের রাস্তা পার হওয়ার সময় ভাড়ায় চালিত মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে শাহানারা বেগম ও মোটরসাইকেলের আরোহী গোলেনূর বেগম (৫০) গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শাহানারা বেগমকে মৃত ঘোষণা করেন। পিরোজপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, শাহানারা বেগমকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। গোলেনূর বেগম চিকিৎসাধীন আছেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহতের কোনো খবর আমি পাইনি।’