পটুয়াখালীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও অসদুপায় অবলম্বনের অভিযোগে ৪৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে জেলা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রশ্ন ও বিভিন্ন ডিভাইসসহ তাদের আটক করা হয়।
তবে তদন্তের স্বার্থে তাদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
আটকদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন উমেদারসহ ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাকি ৩৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান।
তিনি জানান, গ্রেফতারদের কাছ থেকে প্রশ্নপত্র এবং মোবাইল ফোনের বিভিন্ন ডিভাইস ব্যবহার করে সরবরাহ করা উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে মামলা করা হবে। প্রশ্নফাঁস এ চক্রের সঙ্গে কারা জড়িত পুলিশের তদন্তে তা বেরিয়ে আসবে বলেও জানান তিনি।’