বরিশালের উজিরপুর উপজেলা থেকে গাঁজা গাছসহ মীর আরিফুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার পূর্ব মুন্ডুপাশা গ্রামের একটি বাসার ছাদ থেকে গাছটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মীর আরিফুর রহমান ওই গ্রামের মীর আব্দুল হাইয়ের ছেলে।
এই ঘটনায় র্যাবের ডিএডি মো. আমজাদ হোসেন বাদী উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল মামলাটির বরাত দিয়ে জানান- গোপন সংবাদের ভিত্তিতি অভিযান চালিয়ে গাঁজা গাছটি উদ্ধার করে র্যাব সদস্যরা। ওই সময় গাছটির মালিক মীর আরিফুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।
গাছটির ওজন এক কেজি ১’শ গ্রাম বলে জানিয়েছেন ওসি।’
(Visited ১ times, ১ visits today)