বরিশাল লঞ্চঘাট এলাকার সেই চাঁদাবাজ জাকিরকে এবার ইয়াবাসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে ওই এলাকার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার জাকির বরিশাল সিটি কর্পোরেশন মেয়রের নাম ভাঙিয়ে নৌবন্দর এলাকায় মাহিন্দ্রসহ বিভিন্ন যানবাহনে বেপরোয়া চাঁদাবাজি করে আসছিলেন। এই ঘটনায় গত সোমবার রাতে ‘‘বরিশাল সিটি মেয়রের নাম ভাঙিয়ে নৌবন্দর এলাকায় জাকিরের চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ পায়।
মুলত সেই সংবাদের পরেই জাকিরের সন্ধ্যানে নামে বরিশাল ডিবি পুলিশের একাধিক টিম। কিন্তু ওই দিন তিনি আত্মগোপনে থাকলেও মঙ্গলবার রাতে ফের বোপরোয়া চাঁদাবাজিতে লিপ্ত হন।
বরিশাল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল আলম জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পরবর্তীতে তাকে হস্তান্তর করা হয়েছে।’