বরিশাল বোর্ডে এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ১৫ হাজারের বেশি আবেদন পড়েছে। আগামী ১ জুন এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। বুধবার (২৯ মে) বরিশাল বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
অরুন কুমার গাইন জানান, ১ জুন পুনঃনিরীক্ষণের ফল ঘোষণা করা হবে। ফল পুনঃনিরীক্ষণে ১৫ হাজারের বেশি আবেদন পড়েছে। গণিতের ফল পুন:নিরীক্ষণের জন্য আবেদন পড়েছে সবচেয়ে বেশি।
উল্লেখ্য, এবারের এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী। ৬ মে দুপুরে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।
ৃ
(Visited ১ times, ১ visits today)