বরিশাল নগরীর রসুলপুর কলোনীতে অভিযান চালিয়ে গাঁজাসহ মোসা. কমলা বেগম (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার সকালে তাকে ওই কলোনীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কমালা সেখানকার নাসির গাজীর মেয়ে। তবে তিনি মাদক বিক্রেতা হিসেবে সকলের কাছে পরিচিত।
বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস আলী ফরাজী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কমলার ঘর থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এই ঘটনায় তখন তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
এর আগেও কমলা একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন বলে জানান এসআই ইউনুস ফরাজী।’
(Visited ২ times, ১ visits today)