দ্বিতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী ৩০ মে (বৃহস্পতিবার) মোদির শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হলেও জাপান সফরে ব্যস্ত থাকায় শপথগ্রহণে অংশগ্রহণ করতে পারছেন না তিনি। প্রধানমন্ত্রীর পরিবর্তে মন্ত্রিপরিষদ থেকে এই শপথ অনুষ্ঠানে যোগ দেবেন কেবিনেটের জ্যেষ্ঠ সদস্য এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গত মেয়াদেও মোদির শপথের সময় জাপান সফরে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিবর্তী ওইবার শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তবে এবার স্পিকারের পূর্বনির্ধারিত আরেকটি অনুষ্ঠান থাকায় তিনিও দিল্লি যেতে পারছেন না বলে জানা গেছে।
(Visited ২ times, ১ visits today)