রবিবার , ২৬ মে ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

জেলা প্রশাসন বরিশালের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ২৬, ২০১৯ ৭:৪৩ অপরাহ্ণ

সহস্রব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে বাংলাদেশর সাফল্য অন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তারি ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে আজ ২৬ মে সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে। বরিশাল সার্কিট হাউজ সভাকক্ষে। স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, রাম চন্দ্র দাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। মূখ প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল, মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল, জাকারিয়া, সিভিল সার্জন বরিশাল, মনোয়া হোসেন, উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর উপজেলা বরিশাল, আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, এস এম ইকবালসহ বরিশাল জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক বৃন্দরা, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

পরে এ বিষয়ে অতিথি বৃন্দরা উপস্থিত অংশগ্রহনকারীদের মাঝে আলোচনা করেন। পরে ১০ টি গ্রুপে বিভক্ত করে গ্রুপওয়ার্ক এর মাধ্যমে এসডিজি বাস্তবায়নে আমাদের করনিয় বিষয়ে সকলের মাঝে তুলে ধরা হয়। ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক এ উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে। এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রার প্রতিটির জন্য ইতোমধ্যে কাজ করছে সরকার।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি