রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী:
.
.
এবারের বিপিএলে টানা তৃতীয় ম্যাচ হারল গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা।। অন্য সব দল জিতলেও এখনো কোনো পয়েন্ট পায়নি ম্যাসরা।। রবিবার দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লাকে ১৩ রানে হারিয়েছে খুলনা ।। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল খুলনা।। টস হেরে ব্যাট করতে নামা খুলনা করে ১৪৪-৯ রান।।ফ্লেচার করেন ২৩ রান।। হাসানুজ্জামান করেন ৩৭ রান।।এছাড়াও শুভাগত করেন ১৬ রান।।মাসরাফি এবং তানভির ৩ টি করে উইকেট নিয়েছেন।।জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লা সুবিধা করতে পারেনি।।নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।।তাদের রানের চাকা গিয়ে থামে ১৩১-৯ রানে।।সেমুয়েলস ৩০ আর কায়েস করেন ২১ রান।।জুনায়েদ এবং সফিউল খুলনার পক্ষে ২টি করে উইকেট নেন।।
(Visited ১০ times, ১ visits today)