বরিশাল জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন তাপসের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তাপসের আবেদনের প্রেক্ষিতে এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সুপারিশক্রমে হুসেইন মুহম্মদ এরশাদ আজ এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন।
ইকবাল হোসেন তাপস গত বছর বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
(Visited ১ times, ১ visits today)