ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে জিতে টানা দ্বিতীয়বার সরকার গঠনেরসুযোগ পাওয়ায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি।
এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, টানা দ্বিতীয়বারের মতো সরকার গড়তে চলেছে ভারতের ক্ষমতাসীনদল বিজেপিএবং দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে চলেছেন নরেন্দ্রমোদি। এ বিজয়ের ফলে ভারত-বাংলাদেশ সুসম্পর্ক অব্যাহত থাকবে।
অভিনন্দন বার্তায় তিনি নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একইসাথেতিনিভারতীয় জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
(Visited ৪ times, ১ visits today)