বুধবার , ২২ মে ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে সন্ধ্যা নদীর অবৈধ দখলকারী ১৫ জনের তালিকা করেছে দুদক

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ২২, ২০১৯ ৭:৩০ অপরাহ্ণ

বরিশালের উজিরপুরের ধামুরা সংলগ্ন সন্ধ্যা নদীর তীর দখল করে পাকা ভবন নির্মান কারীদের তালিকা করতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন বরিশালের সহকারী পরিচালক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল গত মঙ্গলবার দিনভর ধামুরা বন্দরের নদী দখল এলাকা পরিদর্শন করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরি করেন।

দুদকের ওই তালিকায় ধামুরা বন্দরের ১৫ জন অবৈধ দখলকারীর নাম স্থান পেয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক হাফিজুর রহমান।

দুদক সূত্র জানায়, নদী দখল করে পাকা ভবন নির্মাণের সচিত্র প্রতিবেদন পত্রিকায় প্রকাশিত হলে দুদক কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে সরেজমিন অভিযোগ তদন্ত করে অবৈধ দখলকারীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়। সে অনুযায়ী মঙ্গলবার দুদকের একটি দল ধামুরা বন্দর পরিদর্শন করে ১৫ জন দখলকারীর তালিকা তৈরি করেছে।

বরিশাল দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, তিনি অবৈধ দখলকারীদের তালিকা অধিকতর যাচাইয়ের জন্য উজিরপুরের তহসিল অফিস থেকে ওই বাজারের বৈধ জমির মালিকদের তালিকা নিয়েছেন।

একই সাথে সার্ভেয়ার মো. জাকির হোসেনের সাথে যোগাযোগ করে অবৈধ দখলকারীদের তালিকা নিয়েছেন। তালিকা যাচাই-বাছাই করে অবৈধ দখলকারীদের উচ্ছেদ এবং স্থাপনা ভেঙে ফেলার কথা বলেন তিনি।

উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু নদীর অবৈধ দখলদার রোধে দুদকের তৎপরতাকে স্বাগত জানিয়েছেন।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত