বরিশাল শহরের বিবির পুকুরে ময়লা ফেলায় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েলের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
মঙ্গলবার (২১ মে) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করে বিসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ইজির শো-রুম থেকে সারাদিন বিক্রির পর দোকানে জমে থাকা পলিথিন ও ময়লা বিবির পুকুরে ও তার পাশের ফুটপাতে ফেলা হয়। স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে যান বিসিসির ভ্রাম্যমাণ আদালত।
এসময় ময়লা ফেলার অপরাধে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল ওই শো-রুমকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এছাড়াও পুকুর, ডোবা, দোকানের সম্মুখে ও রাস্তাঘাটসহ যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার অনুরোধ জানিয়েছেন বিসিসির মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।