অনলাইন ডেস্ক :: রাজধানীর ভাটারার কুড়িল এলাকায় এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর বাসা থেকে তার সহপাঠীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের এক সহপাঠীর দাবি, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো।
নিহতের নাম আশিক এ এলাহী (২০)। তার বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায়।
আশিকের সহপাঠী নাজমুস সাকিব জানান, এলাহী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের পঞ্চম সেমিস্টারের ছাত্র। সহপাঠী এক ছাত্রীর সঙ্গে এক থেকে দেড় বছর ধরে এলাহীর প্রেমের সম্পর্ক ছিলো। একই বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী, আরেকজন ছাত্রীর সঙ্গে কুড়িল বিশ্বরোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার ভোরে ওই বাসা থেকে এলাহীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের মাস্টার্সের ছাত্র আল আমিন বলেন, মঙ্গলবার সকালে তার ছোট ভাইয়ের এক সহপাঠীর (প্রেমিকা) ফোন পেয়ে তার বাসায় যান। সেখানে গিয়ে তিনি তার ছোট ভাইকে মৃত অবস্থায় পান। পরে পুলিশ এসে মরদেহ কুর্মিটোলা হাসপাতালে পাঠায়।
নিহতের ভাই আল আমিনের দাবি, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে। এখন এ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবউদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।