মঙ্গলবার , ২১ মে ২০১৯ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভোলায় মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, দুই ভাই নিহত

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ২১, ২০১৯ ৭:১৭ অপরাহ্ণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল চালক মো. হাসান (১৯) ও আরোহী রাকিব (২০)। নিহত হাসান বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ও রাকিব একই উপজেলার বড় মানিকা এলাকার বাসিন্দা। তারা আপন মামাতো ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, নিহত হাসান ও রাবিক তাদের পারিবারিক কাজে সকালে মোটরসাইকেল নিয়ে মনিরাম বাজার নামক এলাকায় যান। কাজ শেষে দুপুরে বোরহানউদ্দিনের উদ্দেশে রওনা হন। বোরহানগঞ্জ বাজার এলাকার মালেগো বাড়ির দরজা নামক স্থানে আসলে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মারাত্মকভাবে আহত হন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোরহনউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক আটোরিকশাটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি