হাইকোর্ট থেকে বিপণন নিষিদ্ধ ৫২টি পণ্যের বিরুদ্ধে বরিশালে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২১ মে) দুপুরে বরিশাল নগরের বাজার রোড ও হাটখোলা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্ব উচ্চ আদালত থেকে নিষিদ্ধ করা ৫২টি পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে অভিযানের খবরে চকের পোলের পর থেকে বাজাররোড, হাটখোলা ও পেঁয়াজপট্টি এলাকার ব্যবসায়ীরা তাদের দোকান বন্ধ করে দেন।
ব্যবসায়ীদের দাবি, রোজার শুরু থেকে প্রতিদিনই কখনো জেলা প্রশাসন আবার কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালাচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এজন্য ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে প্রতিবাদ জানান।